ছোট পাথর দরজা (Small Gateway)



সম্ভবতঃ মল্লরাজ বীরসিংহ সপ্তদশ শতকের দ্বিতীয়ার্ধে মাকড়া পাথরের এই প্রবেশ পথটি নির্মাণ করেন। এর ডানদিকে মুর্চার পাহাড়ে মহাষ্টমীর সন্ধিক্ষণে। কামানের গর্জন হয়। এই কামানের শব্দে মৃন্ময়ী মাতার মন্দির ও অন্যান্য দুর্গামণ্ডপে বলিদান হয়। এই তােপধ্বনির সময় প্রচুর লােক সমাগম হয়।


Mallaraja Virasingha probably built this spider stone gateway in the second half of the 17th century. To its right is the confluence of Mahashtami on the Murchar Hill. The cannon roared. Sacrifices are performed in the temple of Mrinmayi Mata and other Durgamandap with the sound of this cannon. A large number of people gather during this sound.

No comments

Powered by Blogger.