রাধালালজীউ বিগ্রহ (Radhalaljiu)


 


এই বিগ্রহটি এখন আর রাজদরবারের মন্দিরে থাকেন না। কৃষ্ণগঞ্জ আটপাড়ায় (মহল্লায়) প্রায় একশত বৎসর পূর্বে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে এই মহল্লার জনগণ একটি নতুন সুন্দর মন্দির নির্মাণ করেছেন। এখানে নিত্যপূজা ছাড়াও রাস, দোল, রথযাত্রা, অন্নকূট এখনও সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। উল্টোরথও খুব আঁকজমক করে অনুষ্ঠিত হয়।


This idol no longer resides in the palace temple. Krishnaganj was established in Atpara (mahalla) about a hundred years ago. Now the people of this neighborhood have built a new beautiful temple. Apart from the daily puja here, Raas, Dol, Rath Yatra, Annakoot are still held in Sambar. The reverse is also held with great pomp.

No comments

Powered by Blogger.