লালবাধ (Lalbandh)

 



বিষ্ণুপুরের সাতটি বাঁধের মধ্যে এই বাঁধটির ঐতিহাসিক গুরুত্ব উল্লেখযােগ্য। জলকষ্ট দূর করার জন্য ও প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করবার উদ্দেশ্যে মল্লরাজারা সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে এটি সহ অন্যান্য বাঁধগুলি খনন করেন। দ্বিতীয় রঘুনাথ সিংহের আমলে লালবাঈকে নিয়ে আসা হয়েছিল নর্তকী হিসাবে। রাজা লালবাঈকে ভালবেসে ফেলেছিলেন এবং এই বাঁধে তারা এসে নৌকাবিহার করতেন। কথিত আছে ষড়যন্ত্র করে রাণী এবং প্রজারা এই বাঁধে লালবাঈ ও তার ছেলেকে নৌকা ডুবিয়ে মেরে ফেলেছিলেন, সেই থেকে এর নাম ‘লালর্বাধ।


Among the seven dams of Bishnupur, this dam has significant historical importance. This and other dams were excavated in the second half of the 17th century by the Mallarajas to relieve water stress and strengthen the defences. Lalbai was brought in as a dancer during the reign of Raghunath Singh II. The king fell in love with Lalbai and they used to go boating on this embankment. It is said that the Queen and the subjects conspired to kill Lalbai and her son by drowning their boat in this dam, hence its name 'Lalarbadh'.

No comments

Powered by Blogger.