লালবাঈ মহল (নূতন মহল) (Lalbai Mahal)
ওড়িষার পাঠান সর্দার রহিম খার বেগম লালবাঈকে মল্লরাজ দ্বিতীয় রঘুনাথ সিংহের
সেনাপতি লুণ্ঠিত ধনরত্বের সঙ্গে তাকে নিয়ে আসেন। তাঁর রূপ ও গুণে মুগ্ধ হয়ে রাজা তার প্রতি বিশেষ অনুরক্ত হয়ে পড়েন। তখন রাজঅন্তঃপুরের বাইরে তার বসবাসের জন্য তৈরী হয় যে বাড়ি তার নাম দেওয়া হয়েছিল নূতন মহল। বর্তমানে এটি ধ্বংসাবশেষে পরিণত হয়েছে।
Rahim Khar Begum Lalbai of Odisha Pathan Sardar Mallaraj Raghunath Singh II
The commander brought him along with the looted wealth. Fascinated by her looks and qualities, the king became especially fond of her. Then the house built for him outside Rajanthapura was named Nutan Mahal. It is now in ruins.
Post a Comment