রাধাশ্যাম মন্দির (Radhashyam Tample)



(এই মন্দিরটি দৈর্ঘ্যে ও প্রস্থে ১২.৫ মিটার এবং উচ্চতা ১০.৭ মিটার)


মল্লরাজ চৈতন্য সিংহ মকড়া পাথরের এই মন্দিরটি ১৭৫৮ খ্রীষ্টাব্দে প্রতিষ্ঠা করেন । মন্দিরের শিখরে গম্বুজাকৃতি এবং বিষ্ণুপুরের অন্য একরত্ন মন্দিরের তুলনায় একটু ভিন্ন প্রকৃতির । এখানে ফুলকারি ও জ্যামিতিক ভাস্কর্য, মহাভারত ও পুরান কাহিনীর স্থাপত্য লক্ষণীয় । এই মন্দিরে রাধাশ্যাম, নিতাই-গৌর ও জগন্নাথ ঠাকুরের মূর্তি পূজিত হয় । মন্দিরের প্রোবেশদ্বারে সুন্দর ইঁটের নহবতখানা আছে । একসময় এখানে সানাই ও বাদ্যযন্ত্র বাজানো হত । মন্দিরের পূর্বদিকে সুন্দর তুলসী মঞ্চ (ওড়িষার স্থাপত্য) ও রান্নাঘর এবং দক্ষিণদিকের সামনে নাটমঞ্চ । পঙ্খের কাজের জন্য মন্দিরটি অতুলনীয় ।

(This temple is 12.5 meters in length and width and 10.7 meters in height)



 Mallaraja Chaitanya Singh established this temple of spider stone in 1758 AD. The dome at the top of the temple and the single jewel of Bishnupur is a little different in nature compared to other temples. Phulkari and geometric sculptures, architecture from Mahabharata and Purana stories are noteworthy here. The idols of Radhashyam, Nitai-Gaura and Jagannath Tagore are worshiped in this temple. There is a beautiful brick nabhavatkhana at the entrance of the temple. Sanai and musical instruments were once played here. Beautiful Tulsi Manch (Odisha architecture) and kitchen on the east side of the temple and theater stage in front of the south side. The temple is unmatched for fan work.

No comments

Powered by Blogger.