রাধা লালজীউ মন্দির (Radha Laljew Tample)
(এই মন্দিরটি দৈর্ঘ্যে ও প্রস্থে ১২.৩ মিটার এবং উচ্চতা ১০.৭ মিটার)
মল্লরাজ বীরসিংহ ১৬৫৮ খ্রীষ্টাব্দে শ্রীরাধিকা ও কৃষ্ণের আনন্দের জন্য এই পাথরের মন্দিরটি প্রতিষ্ঠা করেন । এই মন্দিরের বিগ্রহ বর্তমানে কৃষ্ণগঞ্জ মহল্লায় নবনির্মিত মন্দিরে প্রতিষ্ঠিত ।
(This temple is 12.3 meters in length and width and 10.7 meters in height)
Mallaraja Virasingha established this stone temple in 1658 AD for the pleasure of Sri Radhika and Krishna. The idol of this temple is currently installed in the newly built temple in Krishnaganj Mohalla.
Post a Comment