দশাবতার তাস (Dasabatar Tas)
মন্দির ভাস্কর্যে এবং অলংকরণে, রাজসভার সঙ্গীতে অবসর যাপনের জন্য দশাবতার তাস খেলার প্রচলন ঘটে। ওড়িশা থেকে এসে | এই তাসের বাজবৈভব। মৎস, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম বল বুদ্ধ ও কল্কি এবং এর সঙ্গে উজির ও দশ অবতারের দশটি প্রতীক এই তাসের বৈশিষ্ট্য। বিষ্ণুপুরের শাঁখারী বাজারের (মদনমােহন মন্দিরের কাছাকাছি) মনসাতলার কাছে ফৌজদার পরিবাররা আজও এই তাস তৈরী করে।
In temple sculpture and ornamentation, Dasavatar playing of cards was practiced for leisure in royal music. Coming from Odisha The power of this card. These cards feature the ten symbols of Matsa, Kurma, Varaha, Nrsimha, Vaman, Parashuram, Rama, Buddha and Kalki along with viziers and ten avatars. These cards are still made today by Faujdar families near Mansatla in Shankhari Bazar (near Madanamehan Temple) in Bishnupur.
Post a Comment