মদনমোহন মন্দির (Madanmohan Tample)
(এই মন্দিরটির দৈর্ঘ্য ও প্রস্থ ১২.২ মিটার ও উচ্চতা ১০.৭ মিটার)
মল্লরাজ দুর্জন সিংহ ১৬৯৪ খ্রিস্টাব্দে এই একরত্ন ইঁটের মন্দিরটি প্রতিষ্টা করেন । এখানে নিচের দিকে পশু - পাখি, কৃষ্ণলীলা, দশাবতার ও অন্যান্য পৌরাণিক কাহিনী ভাস্কর্যে রূপায়িত হয়েছে, আর উপরের দিকে আছে যুদ্ধদৃশ্য । এই মন্দিরের ভিতরের দিকে ড্রাগনদৃশ পৌরাণিক ভাস্কর্যও দেখা যায় । মদনমোহন ঠাকুরের নিত্যবাস, রাস, দোল ও নামযজ্ঞ এখনও হয়ে চলেছে ।
(Length and width of this temple is 12.2 meters and height is 10.7 meters)
Mallaraj Durjan Singh built this jeweled brick temple in 1694 AD. Here animals - birds, Krishnalila, Dasavatar and other mythological stories are sculpted in the lower part, and there is a battle scene at the upper part. Dragon-like mythological sculptures can also be seen inside this temple. Madanamohan Tagore's daily rituals, rasa, dol and nama yajna are still being performed.
Post a Comment